ঢাকা বিকাল ৪:২৪ । ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জামায়াতের আমিররের আল্টিমেটাম!

admin
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

জামায়াতের আমিররের আল্টিমেটাম!

অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপ চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা বলছি, একটি রোডম্যাপ দিলে হবে না। দুটি রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের। কী কী বিষয়ে সংস্কারের কাজ ওনারা করবেন। আর দ্বিতীয়টি হবে সংস্কারের সময়সীমা নিয়ে।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান এ কথাগুলো বলেন।

হিজবুল্লাহপ্রধান নিহত: সর্বশেষ যা জানা গেল!
শফিকুর রহমান বলেন, ‘এটা (রোডম্যাপ) যদি সফল হয়, তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয়, দ্বিতীয়টার প্রয়োজনই নেই। ওটা দিয়ে কিছুই হবে না। আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এ ব্যাপারে অংশীজন যাঁরা আছেন, রাজনৈতিক অংশীজন যাঁরা আছেন, সিভিল সোসাইটি, অন্যান্য যাঁরা আছেন, তাদের সঙ্গে ঐকমত্যে আসতে হবে যে এই এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইমলাইনে সংস্কার হবে।’

শফিকুর রহমান যোগ করেন, ‘এ কাজগুলো অন্তর্বর্তী সরকার যদি করে, তাহলে তাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে; কিন্তু এখান থেকে যদি চুল পরিমাণ বিচ্যুতি তাদের ঘটে, তাহলে জাতির সর্বনাশ তাদের হাত দিয়েই হবে। আমরা এ আশঙ্কা থেকে বাঁচতে চাই এবং আশাবাদী হয়ে থাকতে চাই। আমরা আহ্বান জানাব, অনতিবিলম্বে তারা সংস্কারের বিষয়টি ডায়ালগ ওপেন (আলোচনা শুরু করা) করে এর একটি উপসংহারে উপনীত হবেন এবং তারা সেভাবে এগোবেন।’

হিজবুল্লাহপ্রধান নিহত: সর্বশেষ যা জানা গেল!
জামায়াতের আমির এ কথাও বলেন, ‘যদি এই রোডম্যাপ ধরে সংস্কার এগোয়, আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না। একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটি সম্ভব। এটা যখন একটি পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিতে হবে। আর দেরি করা যাবে না। কারণ, নির্বাচনের দিকে যাওয়া মানে গণতন্ত্রের দিকে ফিরে আসা। দেশে তো গণতন্ত্রকে জবাই করা হয়েছে। একটি টার্ম চালু করা হয়েছিল—উন্নয়নের গণতন্ত্র। দুনিয়ার কোথাও এটা শুনিনি। গণতন্ত্র গণতন্ত্রই, উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব। এটা কোনো দয়া নয়।’

অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা—এ কথা জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘কিন্তু সব প্রত্যাশা যদি একটি অনির্বাচিত…অন্তর্বর্তী সরকারই পূরণ করে দেয়, তাহলে নির্বাচিত সরকারের দরকারটা কি; এবং তারা কি পারবে? এটা তাদের জবও না। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।’

অস্ট্রেলিয়ায় পড়াশোনার সঙ্গে চাকরিসহ নানা সুবিধা!

সবচে দামী শেয়ার ইসলামী ব্যাংকের!

জাতিসংঘে ড. ইউনূস: সারাবিশ্ব বাংলাদেশর পাশে!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST