ঢাকা বিকাল ৩:৫৫ । ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

অনৈতিক কর্মকাণ্ড বিএনপির কমিটিতে!

admin
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

অনৈতিক কর্মকাণ্ড বিএনপির কমিটিতে!

চাঁদাবাজিসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষাপটে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক

কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে। মাত্র আড়াই মাসের ব্যবধানে এই কমিটি বিলুপ্ত করা হলো।

গত শনিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি

ভেঙে দেওয়ার কথা জানানো হলেও তাতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

অনৈতিক কর্মকাণ্ড বিএনপির কমিটিতে!

তবে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেছেন, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের

পর দলের ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ

অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাভঙ্গের বিভিন্ন অভিযোগ এসেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের

শীর্ষ নেতৃত্ব মহানগর উত্তরের কমিটিই ভেঙে দিয়েছে।

অস্ট্রেলিয়ায় পড়াশোনার সঙ্গে চাকরিসহ নানা সুবিধা!

এসব অভিযোগ অস্বীকার করে সাইফুল আলম নীরব প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিপক্ষরা আগে

থেকেই আমাকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে। কিন্তু আমি কোথায় চাঁদাবাজি করেছি, কার বাড়ি,

দোকান দখল করেছি, তার কোনো প্রমাণ নেই।’

আড়াই মাস আগে গত ৭ জুলাই সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে

ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এখন সেই কমিটি ভেঙে দেওয়া হলো।

কমিটি বিলুপ্ত করার বিষয়ে সাইফুল আলম বলেন, ‘দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমি সেটাকে সম্মান করি।’

বিলুপ্ত কমিটির সদস্যসচিব আমিনুল হকও প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন।

তিনি আগের মতোই দলের জন্য কাজ করে যাবেন।

যে পেশা এআইয়ের কারণে ঝুঁকিতে পড়বে না !

জামায়াতের আমিররের আল্টিমেটাম!

হিজবুল্লাহপ্রধান নিহত: সর্বশেষ যা জানা গেল!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST