ঢাকা সকাল ৯:৫২ । ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

admin
নভেম্বর ২২, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুরে থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দু’টি বগি উল্টে যাওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্রেন চলাচলের বিষয়টি আব্দুলপুর রেলস্টেশন মাস্টার জিয়া উদ্দিন ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন জানান, পাবর্তীপুর থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়। এসময় হঠাৎ বিকট শব্দে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দু’টি বগি উল্টে অন্য লাইনের ওপরে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে রেলওয়ে ঈশ্বরদীর পাকশী অফিসকে জানালে খবর পেয়ে ঘটনাস্থলে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনসহ উদ্ধারকারী ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এবং মেরামতসহ উদ্ধার কাজ শুরু করেন। পরে সাড়ে ৫ ঘণ্টা পর রাত সাড়ে ৬টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST