রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও বাসের তিনটি সিট পুড়ে গেছে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই তলা বিআরটিসি বাসটি যখন আব্দুল্লাহপুর ইউটার্নের দিকে যাচ্ছিল তখনই কে বা কারা আগুন দেয়। দ্রুত স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।
তিনি বলেন, এ ঘটনা কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। কোনো হতাহতের খবর নেই। তারা বিষয়টি খতিয়ে দেখছেন কে বা কারা এ ঘটনা ঘটালো।