ঢাকা দুপুর ১২:৫২ । ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

২৮৯ আসনে জাপার প্রার্থী ঘোষণা

admin
নভেম্বর ২৭, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের তিনশ আসনের মধ্যে ২৮৯টিতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ময়মনসিংহ-৪ আসনে কোনো প্রার্থী দেয়নি দলটি। এ প্রসঙ্গে চুন্নু বলেন, ‘ময়মনসিংহ-৪ আসন খালি রেখেছি। ওটা রওশন এরশাদের আসন। তার জন্য ওই আসন খালি রেখেছি। সাদ এরশাদ তো আমাদের কাছে ফরম চাননি। বর্তমান এক এমপিকে বাদ দিয়েছি। বাকি কাউকে বাদ দেয়নি। নির্বাচনী পরিবেশ যদি ভালো হয়, ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো।’

ঘোষিত তালিকা অনুযায়ী, দলের চেয়ারম্যান জিএম কাদের লড়বেন  রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে। তার স্ত্রী শরিফা কাদের পেয়েছেন ঢাকা-১৮ আসনের টিকিট। এছাড়া এবারও কিশোরগঞ্জ-৩ আসনে লড়বেন জাপা মহাসচিব চুন্নু।

১১টি আসনে প্রার্থী ঘোষণা না করার ব্যাপারে জাপা মহাসচিব বলেন, এসব আসনে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। প্রয়োজন হলে পরে প্রার্থী ঘোষণা করা হবে।

দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫  আসনে, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬ আসনে, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা-৪ আসনে, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম ঢাকা-১ আসনে মনোনয়ন পেয়েছেন।

এছাড়া সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে, শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনে, হাফিজ উদ্দিন আহমেদ ঠাকুরগাঁও-৩ আসনে, গোলাম কিবরিয়া টিপু বরিশাল-৩ আসনে, ফখরুল ইমাম ময়মনসিংহ-৮ আসনে লাঙ্গল প্রতীকে লড়বেন।

নাসরিন জাহান রতনা বরিশাল-৬ আসনে, মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩ আসনে, রানা মোহাম্মদ সোহেল নীলফামারী-৩ আসনে, লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ-৩ আসনে, পনির উদ্দিন আহমেদ কুড়িগ্রাম-২ আসনে, শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২ আসনে, নুরুল ইসলাম তালুকদার বগুড়া-৩ আসনে, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান, আহসান আদেলুর রহমান নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।

চুন্নু জানান, বর্তমান সংসদে জাতীয় পার্টির যারা সংসদ সদস্য তাদের প্রায় সবাইকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। তবে পিরোজপুর-৩ আসনে রুস্তম আলী ফরাজীকে দল মনোনয়ন দেয়নি। এছাড়া মশিউর রহমান রাঙ্গকে দল থেকে বহিষ্কার করায় তাকেও মনোনয়ন দেওয়া হয়নি।

এ সময় চুন্নু বলেন, ‘নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। আমরা চাচ্ছি, ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোট দিতে পারে। আমাদের আশ্বস্ত করা হয়েছে, ভোটাররা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা মনে করি, ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে জাতীয় পার্টি অবশ্যই সরকার গঠন করতে পারবে।’

তালিকা দেখতে ক্লিক করুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST