ঢাকা বিকাল ৪:১৪ । ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আমির হামজাকে অব্যাহতি

বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

আমির হামজাকে অব্যাহতি। রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের
মামলায় আলোচিত ইসলামি বক্তা মো. আমির হামজাসহ ছয়জনকে অব্যাহতি দেওয়া
হয়েছে। আজ সোমবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর

রহমান তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।

অব্যাহতিপ্রাপ্ত অন্যরা হলে বিশিষ্ট আলেম আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহার,
ইসলামি বক্তা মাহমুদুল হাসান গুনবী, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন। তবে
আসামি আল সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তারঁ বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন।

আজ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। জামিনে থাকা আলোচিত
বক্তা মো. আমির হামজাসহ ছয়জন আসামি আদালতে হাজিরা প্রদান করেন। কারাগারে
আটক আসামি আল সাকিবকে আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবীরা মামলা থেকে প্রত্যেককে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন
করেন। শুনানি শেষে বিচারক আলোচিত বক্তা মো. আমির হামজাসহ ছয়জনকে
অব্যাহতি প্রদান করেন। অব্যাহতির আদেশে বলা হয়েছে, ছয়জনের বিরুদ্ধে অভিযোগ
গঠনের কোনো উপাদান নেই বিধায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো।
অন্যদিকে আসামি সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST