আমির হামজাকে অব্যাহতি। রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের
মামলায় আলোচিত ইসলামি বক্তা মো. আমির হামজাসহ ছয়জনকে অব্যাহতি দেওয়া
হয়েছে। আজ সোমবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর
রহমান তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।
অব্যাহতিপ্রাপ্ত অন্যরা হলে বিশিষ্ট আলেম আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহার,
ইসলামি বক্তা মাহমুদুল হাসান গুনবী, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন। তবে
আসামি আল সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তারঁ বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন।
আজ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। জামিনে থাকা আলোচিত
বক্তা মো. আমির হামজাসহ ছয়জন আসামি আদালতে হাজিরা প্রদান করেন। কারাগারে
আটক আসামি আল সাকিবকে আদালতে হাজির করা হয়।
আসামিপক্ষের আইনজীবীরা মামলা থেকে প্রত্যেককে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন
করেন। শুনানি শেষে বিচারক আলোচিত বক্তা মো. আমির হামজাসহ ছয়জনকে
অব্যাহতি প্রদান করেন। অব্যাহতির আদেশে বলা হয়েছে, ছয়জনের বিরুদ্ধে অভিযোগ
গঠনের কোনো উপাদান নেই বিধায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো।
অন্যদিকে আসামি সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।