ঢাকা বিকাল ৩:৫৮ । ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আশ্রয় প্রক্রিয়া খতিয়ে দেখবে জার্মানি

admin
আগস্ট ১৭, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

চ্যান্সেলর ওলাফ শলৎস জার্মানির আঞ্চলিক নেতৃত্বকে আশ্বস্ত করে বলেছেন, তৃতীয় দেশগুলোতে আশ্রয় প্রক্রিয়া পাঠানো যায় কীনা সেগুলো যাচাই করা হবে৷

চ্যান্সেলর ওলাফ শলৎস জার্মানির আঞ্চলিক নেতৃত্বকে আশ্বস্ত করে বলেছেন, তৃতীয় দেশগুলোতে আশ্রয় প্রক্রিয়া পাঠানো যায় কীনা সেগুলো যাচাই করা হবে৷

বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন রাজ্যের প্রধানদের সাথে বার্লিনে বৈঠক করেন শলৎস৷ ডিসেম্বরে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাব নিয়ে শলৎস আবার ১৬টি রাজ্যের প্রধানদের সাথে আলোচনায় বসবেন৷

আশ্রয় প্রক্রিয়ার মূল্যায়ন যেভাবে

বৃহস্পতিবারের বৈঠকের আগে রাজ্যগুলোর পক্ষ থেকে তৃতীয় রাষ্ট্রের আশ্রয় প্রক্রিয়ার ‘বাস্তবিক মডেলের’ মূল্যায়ন করতে বলা হয়েছিল৷ এরপর জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষজ্ঞদের সাথে কথা বলা শুরু করে৷

ঠিক এমন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে যুক্তরাজ্য৷ ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা আশ্রয়প্রার্থীদের আফ্রিকা পাঠাতে রুয়ান্ডার সাথে একটি চুক্তি করেছে তারা৷ তা বাস্তবায়নে পার্লামেন্টে নতুন আইন পাস ঋষি সরকার পার্লামেন্টে নতুন আইন পাস করলেও বিরোধী দলগুলো এর বিপক্ষে অবস্থান নিয়েছে৷ তৃতীয় দেশে আশ্রয় আবেদন প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে ইটালিও৷ এজন্য জর্জা মেলোনি সরকার আলবেনিয়ার সাথে চুক্তি করেছে৷ তবে জার্মানি এমন উদ্যোগ নিতে পারবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে৷

কোন মডেলটি জার্মানি বেছে নিতে পারে, সেবিষয়ে এখনই কিছু বলছেন না শলৎস৷ আপাতত সব কিছু ‘সতর্কভাবে’ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি৷

নিডারজাক্সেন রাজ্যের প্রধান স্টেফান ভাইল শলৎসের দল এসপিডির সদস্য৷ অন্য একটি দেশে আশ্রয়প্রার্থীদের পাঠানো নিয়ে তিনিও সন্দিহান৷ বিশেষজ্ঞদের এ বিষয়ে প্রশ্ন তোলা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি৷ যারা ধারণা করছেন এই প্রক্রিয়ায় ইতিবাচক ফল আসবে, তাদের সাবধান করেন ভাইল৷

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST