ঢাকা সকাল ১১:২৪ । ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর তল্লাশি

National Desk
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর তল্লাশি। বিএনপি নেতা টিপু তরফদারের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা যৌথবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল জয়নাল আবেদিন এ অভিযান পরিচালনা করেন। পরে আটকদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

যৌথ বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে সীমান্ত শহর দর্শনা পুরাতন বাজারে মো. টিপু তরফদারের বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে একদল যুবক গোপন মিটিং করছে। সে মোতাবেক বাড়িটি ঘিরে তল্লাশি শুরু করলে যৌথবাহিনী দেখে ১৫/২০ জন প্রাচীর টপকে পালিয়ে যায়। বাকি ৬ জনকে আটক করা হয়। তবে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি করে কোনো অস্ত্র পাওয়া যায়নি। আটকরা হলো জীবননগর উপজেলার মমিনুল ইসলাম (২৪), দর্শনা পৌর এলাকার ফয়সাল আহম্মেদ (২২), সাকিব হাসান (২০), আসিফ (২১), সাব্বির হাসান (১৮) ও তাজউদ্দিন (২৩)। দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই নুর ইসলাম জানান, যৌথবাহিনী বৃহস্পতিবার ৬ জনকে দর্শনা থানায় সোপর্দ করলে প্রসিকিউশনের ১৫১ ধারায় তাদেরকে আদালতে চালান করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST