ঢাকা বিকাল ৫:১৮ । ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সেনাবাহিনীর ভুল!

National Desk
আগস্ট ২৫, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

সেনাবাহিনীর ভুল! আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল

করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

আজ রবিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর

রহমানের কবরে শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন।

সেনাবাহিনীর ভুল

সেনাবাহিনীর ভুল

সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের নেতৃত্বে

মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীদের নিয়ে হাফিজ উদ্দিন আহমেদ শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের

কবরে পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনসহ

মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘সেনা প্রধানকে বলতে চাই, অবিলম্বে সেনানিবাসে যারা

আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন। তালিকা প্রকাশে ভয়ের কি আছে? বিপ্লব সফল করতে

হলে এই দুর্বৃত্তদের দমন করতে হবে।’

বিপ্লব এখনও থমকে আছে দাবি করে মেজর হাফিজ বলেন, ‘আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা করেছে,

গুম করেছে তারা বহাল তবিয়তে আছে।’ দ্রুত আয়নাঘরের স্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘যারা পতিত শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা কেউ যদি উপদেষ্টা

পরিষদে থেকে থাকে, সরিয়ে দেন। প্রশাসনের যারা আছে সরিয়ে দেন। বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন।

আপনারা কেউ ভাববেন না যে, বিজয় অর্জিত হয়ে গিয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে।

সুতরাং আপনারা সজাগ থাকবেন ‘

সেনাবাহিনীর ভুল

সেনাবাহিনীর ভুল

তিনি বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র সমাজকে অনুরোধ করব, বিজয়ের আনন্দে কেউ আত্মহারা হবেন না।

আপনারা রাজপথে থাকুন। যেকোনো ধরনের প্রতিবিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে বিএনপি আপনাদের সঙ্গে আছে,

অন্যান্য রাজনৈতিক দলও থাকবে। মূল শক্তি হিসেবে আপনারা ছাত্ররা রাজপথে থেকে প্রতিবিপ্লব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন।’

তিনি বলেন, ‘বিপ্লবের লক্ষ্য পুরণের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য-সহযোগিতা দেব।

কিন্তু তাদেরকে বিপ্লবের মর্মবাণী উপলব্ধি করতে হবে। যারা বিপ্লবে অংশগ্রহণ করেছেন তাদেরকে নিয়ে

আপনারা সরকার পরিচালনা করুন। অবিলম্বে বিতর্কিত ব্যক্তিদের সরিয়ে প্রয়োজনে উপদেষ্টা পরিষদে আরও

ছাত্রদেরকে নেন। যারা বিপ্লবে অংশগ্রহণ করেছেন তাদেরকে নেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST