ঢাকা সকাল ৬:৩৭ । ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

admin
নভেম্বর ২৫, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সকাল থেকে রাতের ব্যবধানে ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে । চট্টগ্রাম: মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিচাপায় ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে মহাসড়কের বিসিক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার সুজানগরের আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৪৫), রায়পুর গ্রামের মালেক বেপারির ছেলে শফিকুল ইসলাম (৪২), ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জ থানার হুমায়ুন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। আহত ব্যক্তির নাম মাজেদ (৪৫)।

তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনের পূর্বপাশে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইন বসানোর কাজ করছে দীপন গ্যাস নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের চার কর্মচারী সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) সোহেল সরকার জানান, ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মিরসরাই সদর এলাকা থেকে লরিটি জব্দ করা হয়েছে। এসময় লরির চালক ও সহকারী পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

রাজশাহী : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় টিসিবির পণ্যবাহী একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। অটোরিকশায় একজন ক্যানসার আক্রান্ত রোগী ছিলেন। তাকে হাসপাতালে আনছিলেন স্বজনরা।দুর্ঘটনায় নিহতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রামের ইনসাব আলী (৭৫), তার ছেলে আইয়ুব আলী লাবু (৪২) ও মেয়ে পারভিন বেগম (৩৫) এবং ইনসাব আলীর নাতনি রাজশাহীর শাহ মখদুম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শারমিন (১৭)। নিহত অপরজন একই উপজেলার মকামপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সিএনজিচালিত অটোরিকশারচালক মোখলেসুর রহমান।

নিহতের স্বজনরা জানান, ইনসাব আলী ক্যানসার আক্রান্ত। তাকে কেমোথেরাপির জন্য রাজশাহীতে নিয়ে আসা হচ্ছিল।

দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী মেট্রোপলিটন এলাকার কাটাখালী সিটি গেট এলাকার রিপনের ছেলে হৃদয়কে (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে জরুরি বিভাগ থেকে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত হৃদয় ট্রাকের সহকারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টিসিবির পণ্যবাহী একটি ট্রাক রাজশাহী শহর থেকে পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক নাটোর থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটিও রাজশাহীর দিকে আসছিল। ট্রাকটি পুঠিয়ার বেলপুকুর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী ওই সিএনজিকে চাপা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিসহ পাশের একটি দোকানের ভেতর ঢুকে যায়। দুর্ঘটনায় সিএনজিটিও দুমড়ে-মুচড়ে একেবারে চুরমার হয়ে যায়। সিএনজি অটোরিকশার পাঁচজন যাত্রীই ট্রাক ও অটোরিকশার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে এক যাত্রী মারা যান। আর গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে চারজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয় তাদের মধ্যে দুই নারীসহ চারজন মারা গেছেন। আহত অন্য একজনের অবস্থাও সংকটাপন্ন। তাকে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়েই বেলপুকুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। নিহত ও আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে। তাদের চারজনই একই পরিবারের আত্মীয়স্বজন। একই পরিবারের ওই চারজন চিকিৎসার উদ্দেশ্যে রাজশাহী আসছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তবে চালকের সহকারী হৃদয় আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

 

মুন্সীগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে আজ এক সড়ক দুর্ঘটনায় নানী-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী লেনে কুমিল্লা থেকে ছেড়ে আসা এশিয়া এয়ারকন নামের একটি যাত্রীবাহী বাস নানী-নাতিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দ’ুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- জোহরা বেগম (৫২) ও তার (মেয়ে পক্ষের) ৮ মাসের নাতি আবদুল্লাহ। জোহরা গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী এবং আবদুল্লাহর বাবার নাম রাসেল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরা বেগম, তার মেয়ে সুফিয়া খাতুন ও সুফিয়ার ছেলে আবদুল্লাহ সোনারগাঁও যাওয়ার উদেশ্যে বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে রাস্তা পারাপার হচ্ছিলো। পারাপারের সময় নিহত জোহরা বেগমের কোলে ছিল আবদুল্লাহ। এ সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই জোহরা ও আবদুল্লাহ মারা যান। এ সময় সুফিয়া ও সামান্য আহত হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ ও গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে ।
ফেনী : ফেনীর ফুলগাজীতে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। শনিবার সকাল ৮টার দিকে ফুলগাজীর শনিরহাটে (মনিপুরে) এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুলগাজীর আমজাদের হাট টু মুন্সিরহাট সড়কের মনিপুরে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৮ মাসের শিশু আনাস ও সিএনজি চালক মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫)সহ ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের হাসপাতালে নেয়ার পথেই আনাস ও সাইফুল মৃত্যুবরণ করে।

নিহতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার আকরাম হোসেনের ছেলে আনাস ও ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের হাড়ী পুষ্কুরনি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে অটোরিকশার চালক মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫)।
ফুলগাজী থানার ওসি আবুল হাসিম নিহত ও আহতের সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ চালক শাহীনকে আটক করা হয়েছে ও মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।

গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় সাকিব হাসান (১৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলের অপর আরোহী নাহিদ হাসান (১৫) আহত হয়েছেন। নিহত সাকিব হাসান কাপাসিয়া উপজেলার বারিষাব নয়ানগর গ্রামের মোবারক হোসেন কাশেমের ছেলে। সাকিব হাসান স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

কাপাসিয়া থানার ওসি মো: আবুবকর মিয়া ও এলাকাবাসী জানান, শনিবার দুপুরে নাহিদ হাসানকে সঙ্গে নিয়ে সাকিব মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে আমরাইদ বাজারে যাচ্ছিল। গিয়াসপুর বাজারের পাশের খান বাড়ী মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক সাকিব হাসান ঘটনাস্থলেই মারা যায় এবং নাহিদ হাসান আহত হয়। গুরুতর আহত নাহিদ হাসানকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST